চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রাজার বাজারের তালুকদার কম্পিউটার ট্রেনিং সেন্টারে আহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর জন্মদিন পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তালুকদার কম্পিউটার ট্রেনিং সেন্টারের সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে মোঃ তাজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সনজু চৌধুরী।
উপস্থিত ছিলেন- আয়োজক হাফিজ তালুকদার, রাজার বাজার পরিচালনা কমিটির সভাপতি কাশেম চেয়ারম্যান, সাংবাদিক নুরুল আমিন, দুলাল ভূঁইয়া, সৃজনশীল মেধাবিকাশের সভাপতি সাইফুর রাব্বি, সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া, কৃষকলীগের উপজেলা সভাপতি মুজিবুর রহমান সহ আরো অনেকে।
কেক কাটার পূর্বে আয়োজিত মিলাদ মাহফিলে চেয়ারম্যান সনজু চৌধুরী ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করা হয়৷
পরবর্তীতে কেক কেটে কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সনজু চৌধুরীকে স্মারক উপহার দেন হাফিজ তালুকদার।