রায়হান আহেমদ : চুনারুঘাটে মরহুম আব্দুল মজিদ স্মৃতি টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জনমত নিউজ এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেক। প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৬নং চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, বর্তমান চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার, বাজার কমিটির সেক্রেটারি আহাদ চৌধুরী লিটন, গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মুসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল কদ্দুস।
আমির আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ি কামাল মিয়া, কাজল মিয়া, ইমান আলী, গাজিউর রহমান সহ আরো অনেকে। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন- মোঃ সাদেক মিয়া।
প্রসঙ্গত, উক্ত ফাইনাল খেলায় টাইব্রেকারে জনসেবা ক্লাবকে পরাজিত করে নরপতি আদর্শ ক্লাব জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আদর্শ ক্লাবের এনাম মিয়া।