নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও টিলাবাড়ি নামক গ্রাম থেকে মোঃ লিটন মিয়া (৩০) নামের এক ব্যাক্তিকে ২৩০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ।
শনিবার (২৯ আগষ্ট) বিকেলে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার টিলাবাড়ি গ্রামের মৃত মোঃ আমজাদ আলীর বাড়িতে শনিবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল কর্মকর্তা অভিযান চালিয়ে ২৩০পিস ইয়াবা ও জারা ১০০ সিসির একটি নাম্বার প্লেটবিহীন মোটর সাইকেলসহ লিটন মিয়াকে গ্রেপ্তার করে।
পরে সন্ধ্যায় নবীগঞ্জ থানায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক মোঃ মিজানুর রহমান বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। লিটনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই. সমিরন চন্দ্র দাশ।