রায়হান আহমেদ : হবিগঞ্জে গাছের সাথে ট্রাকের সংঘর্ষে মালুম মিয়া নামের এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে হবিগঞ্জের কলিমনগর নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়- হবিগঞ্জের কলিমনগর নামক স্থানে হঠাৎ চাকায় হাওয়া জটিলতার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মৃত্যু হয় গাড়ী চালক মালুম মিয়ার।
নিহত মালুম মিয়া চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের চুনু মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।