চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর)সকাল ১১টায় এ ঘটনায় ঘটে। এর মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসাদেয়া হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
আহত ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার নছির আহমেদ এর সাথে একই এলাকার নুরুল হক মেম্বারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিষয়টি জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় পারভেজ (২৭), ইউসুফ আলী (৩২), ওমর ফারুক (১৬), ইব্রাহিম (৪৮), রুহুল আমিন (৫৫), রফিকুল ইসলাম (৩০), শিবলু মিয়া (২৮), সিরাজ মিয়া (৫৩)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় হয়। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসাদেয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।