1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

বাহুবলে গরুসহ চোর আটক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) ভোরে বাহুবল কলেজ গেইটে বাহুবল থানার টহলরত পুলিশ গরুসহ তাদের আটক করেন।

আটককৃতরা হল, উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল মতলিবের ছেলে মোস্তফা মিয়া (৩৫) ও চুনারুঘাট উপজেলার সিংহপাড়া পাকুড়িয়া গ্রামের আব্দুর নুরের ছেলে জমির আলী (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ মহাসড়কের পাশে টহল চলাকালে সিএনজি যোগে গরু নিয়ে যাচ্ছিল চার ব্যক্তি। সড়কে পুলিশের টহল দেখে গরু রেখে দুইজন পালিয়ে গেলেও দুই জনকে আটক করে পুলিশ।

পরে চুরেরা জানায় গরুটি শিবপাশা গ্রামের নিল মিয়ার। পরে তিনি এসে মামলা দায়ের করেন।

বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

     এই ক্যাটাগরীর আরো খবর