আছিব হাসান, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে পানির বালতিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়- উপজেলার গুনারীতলা এলাকার ফরিদ উদ্দিনের ছেলে জাকারিয়া (১) বাড়ীর আঙ্গিনায় একা একা খেলতে ছিল।
হঠাৎ করে টিউবয়েল এর পাড়ে বালতির পানিতে পড়ে যায়। ঐ সময়ে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ছেলের খোঁজ করতেই তারা দেখেন বালতির পানিতে জাকারিয়া পড়ে আছে।
শিশু জাকারিয়াকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফজলুল হক শিশুটিকে মৃত ঘোষণা করেন।