মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে আব্দুর রাজ্জাক মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
সে উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র। এসময় তার কাছ থেকে ৪২ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মাদক দ্রব্য অধিদপ্তরের উপ পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে।