চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে জি.আর মামলার পলাতক আসামী সাহেদ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে পশ্চিম পাকুড়িয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট এএসআই সাজিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়,সাহেদ মিয়ার বিরুদ্ধে জি.আর ৪৯/১৭ (চুনাঃ) মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করে পুলিশ।