চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ চুনারুঘাটের কৃতি সন্তান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজীবন লড়াই করে যাওয়া বীর মুক্তিযোদ্ধা সি.আর দত্তের স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পদক্ষেপ গণপাঠাগারে চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের আহ্বায়ক বিদ্যুৎ পালের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গাফফার, সৈয়দ মোতাব্বির আলী, সাবেক ছাত্রলীগ নেতা সাথী মুক্তাদির কৃষান চৌধুরী, প্রফেসর মাজহারুল ইসলাম রুবেল, ধামালির সভাপতি এডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল হোসেন লিটন, সায়েম তালুকদার প্রমুখ।