স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে রড, হকিস্টিক ও লাঠি দিয়ে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর থানা সংলগ্ন শনির আখড়ার সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক তারেক হাবিব দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত। সে বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাংবাদিক তারেক হাবিব জানান, পত্রিকার সম্পাদকের নির্দেশনায় একটি অনুষ্ঠানের খবর সংগ্রহ শেষে শনিবার দুপুরে রিকশায় করে অফিসে যাচ্ছিলেন তিনি। বেলা দুইটার দিকে তিনি শনির আখড়া এলাকায় পৌঁছান। এ সময় রিকশাটির গতিরোধ করেন একদল দুর্বৃত্ত। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা তাঁকে বেধড়ক পেটানো শুরু করেন। একপর্যায়ে রিকশা থেকে টেনেহিঁচড়ে সড়কে নামিয়ে তাঁকে মারধর করেন। সঙ্গে থাকা মানিব্যাগ ও মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ‘সাংবাদিক তারেক হাবিবের ওপর হামলার ঘটনাটি শুনেছি। আমি নিজে তাঁর সঙ্গে কথা বলেছি। ঘটনাটি থানার পাশেই ঘটেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।
সৌজন্যে- করাঙ্গীনিউজ.কম