আব্দুর রাজ্জাক রাজু : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চুনারুঘাটের ইকরতলী পুজা মন্ডপে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষায় নাটক “সুদামা ও শ্রীকৃষ্ণ”মঞ্চস্থ হয়েছে।
ইকরতলী সার্বজনীন পুজা মন্ডপের সভাপতি বাবু কৃষ্ণ কুমার সিংহের পরিচালনায় উপস্থিত ছিলেন,হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
মাষ্টার নবকুমার সিংহের রচনায় মনোজ্ঞ নাটকটি বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষায় রচিত হওয়ায় ভক্তবৃন্দদের ছিল উপচেপড়া ভিড়।নবকুমার জানান,তিনি ভারতের মনিপুরী সম্প্রদায়ের কাছে স্ব-রচিত নাটকটি উপহার দিবেন।