রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় সৃজনশীল মেধাবিকাশ অস্থায়ী হেল্পডেস্ক স্থাপন করেছে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
আজ রোববার ভর্তির প্রথমদিনে চুনারুঘাট সরকারি কলেজ প্রাঙ্গণে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এ হেল্পডেস্ক বসানো হয়।
হেল্পডেস্ক পরিচালনা করেন- সংগঠনের সভাপতি সাইফুর রাব্বি, সাংগঠনিক সম্পাদক সোলাইমন আহমেদ, জুনাায়েদ মুনশি, নাফলু, ফাহিম সহ অন্যরা।
একাদশে ভর্তিকৃত শিক্ষার্থী নওরীন বলেন- “ভর্তি হওয়ার ক্ষেত্রে সৃজনশীল মেধাবিকাশ আমাকে অনেক হেল্প করেছে। তাদের সহযোগিতায় আমার ভর্তি কার্যক্রম অনেকটাই সহজ হয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।”
সভাপতি সাইফুর রাব্বি বলেন- “একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য যেকোনো তথ্য ও ভর্তি হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সহযোগিতা করতেই মূলত আমাদের এই হেল্পডেস্ক। আগামী ১৬সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ ভর্তি কার্যক্রম জুড়ে সৃজনশীল মেধাবিকাশের এই সেবা অব্যাহত থাকবে।”