হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশারত আলী (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিশারত আলী পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা আবুল হোসেন জানান, দুপুরে গোসল শেষে ভেজা লুঙ্গি শুকানোর জন্য তারের ওপর বিছিয়ে দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।