চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলা ছাত্রদল ঘোষিত কর্মসূচী হিসেবে লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রী কলেজের নাম পরিবর্তন করে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ নামকরণ করায় চুনারুঘাটে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (০৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে চুনারুঘাট মধ্য বাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আজাদ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শাহপরাণ তালুকদার অলি, মোঃ আশিকুর রহমান আশিক, সারোয়ার হোসেন রাব্বি, সিরাজুল ইসলাম, কামরুল হাসান মাসুম, মাহরাজ মিয়া, সিরাজুল ইসলাম, জমির আলী, সাইফুর রহমান সুজন, শাহ্ নেওয়াজ, মারুফ, প্রান্ত, জালাল, মঈনুদ্দিন খান সোহাগ, মোস্তফা কামাল হৃদয়, আশিকুর রহমান ফাহাদ, এমরানুল হক মিলন, মতিউর রহমান সোহাগ, কুতুব আলী মীর, শফিক মিয়া প্রমূখ।
সভায় বক্তারা অনতিবিলম্বে নামকরণ বাতিল করে মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রী কলেজের নাম পূনঃ বহাল রাখার দাবী জানান।