মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে বেপরোয়া এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মালেকা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলার শাহপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মালেকা বেগম মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের সিরাজ আলীর স্ত্রী।
মাধবপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান- ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুর-এক্তিয়ারপুর রাস্তার মাথায় শুক্রবার বিকেলে বৃদ্ধা মালেকা বেগম রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মালেকা বেগমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা মহাসড়কে ব্যারিকেড দেয়। এতে প্রায় এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার দুপাশে কয়েকশত গাড়ী আটকা পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানচলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।