বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ডাকাতের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে ডাকাত লুৎফুরসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে।
বুধবার (০৪অক্টোবর) বিকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজীপুর গ্রামের আব্দুস ছালাম ওরফে মংলা ডাকাতের পুত্র বহু মামলার পলাতক আসামী ডাকাত লুৎফুর রহমান ওরফে লুৎফুর (৪০) তার গ্রামের বাড়ীতে অবস্থান করছে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদ ও অমৃত সাহার নেতৃত্বে এক দল পুলিশ তাকে গ্রেফতারের জন্য বাড়ীতে অভিযান চালায়। এসময় ডাকাত লুৎফুর তার পরিবারের সদস্যসহ গ্রামের কিছুসংখ্যক লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। তখন পুলিশও পাল্টা হামলা চালালে এক পর্যায়ে ডাকাত লুৎফুরসহ ৭ পুলিশ সদস্য আহত হয়।
আহতরা হলেন এসআই সোহেল মাহমুদ, অমৃত সাহা, এএসআই আলী হোসেন, কনষ্টেবল তৌফিকুল ইসলাম, হাবিবুর রহমান, নূরুজ্জামান ও জাহাঙ্গীর। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাহুবল মডেল থানার থানার ওসি-তদন্ত বিশ্বজিৎ দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খুন, ডাকাতি, খুনসহ ডাকাতি, অস্ত্র আইন, পুলিশ এসল্টসহ প্রায় ডজনখানেক মামলার পলাতক আসামি লুৎফুরকে দীর্ঘদিন ধরে খোঁজছিল পুলিশ। বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে সে পুলিশ হেফাজতে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন আছে।