রায়হান আহমেদ : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিজলা কানুর বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে গেলেন চুনারুঘাট উপজেলা প্রশাসন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে অচিরেই ঘর নির্মাণ করার জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে উপজেলার আমু বাগানে বিজলা কানুর পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, সাবান সহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেন- ভারপ্রাপ্ত ইউএনও এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল ও পিআইও প্লাবল পাল।
জানা যায়- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি, হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ও ইউএনও সত্যজিত রায় দাশের নির্দেশনায় তাৎক্ষণিক এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এরই সাথে পরবর্তী সহায়তাও করা হবে।
খাদ্যসামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন- আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন জমদ্দার, উপজেলা কৃৃৃৃৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান, যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, গত শনিবার ভোর-রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড মেম্বার বিজলা কানুর বসতগৃহে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনায় গরু-ছাগল, হাঁস-মুরগি, মোটরসাইকেল, বাই সাইকেল এবং ব্যবসার কাপড় সহ গৃহের মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুনে পুড়ে আহত হন বিজলা কানুর স্বামী।