মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (০৪ অক্টোবর) সকালে সীমান্ত ফাঁড়ির হাবিলদার উপজেলার মিশন লাইন এলাকায় অভিযান চালিয়ে এ মাদক জব্দ করেন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল আসাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান আঁচ করতে পেরে মাদক বিক্রেতা পালিয়ে যায়।