স্টাফ রিপোর্টার : দুর্নীতির মাধ্যমে মসজিদ ভিত্তিক কোরান শিক্ষা কেন্দ্রে ঈমাম নিয়োগ, মসজিদ থেকে কোরান শিক্ষা কেন্দ্র অন্যত্র সরিয়ে নেয়াসহ নানা অনিয়মের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে শুক্রবার বিকালে ইউনিয়ন কমপ্লেক্স জামে মসজিদে জামাল আখঞ্জীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- গেড়ারুক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি লাল মিয়া, সেক্রেটারী এনামুল হক, গোছাপাড়া জামে মসজিদের সভাপতি, ইউপি সদস্য আব্দুর রউফ, সেক্রেটারী আঃ মালেক, গঙ্গানগর জামে মসজিদের সভাপতি-সেক্রেটারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন সহ সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন- ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জ অঞ্চলের সুপারভাইজার জিয়াউর রহমান ঘুষ-দুর্নীতির মাধ্যমে মসজিদ ভিত্তিক কোরান শিক্ষা কেন্দ্র চালু করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
শুধু তাই নয়, সেই সুপারভাইজার যতোদিন ইচ্ছা ততোদিন কোরান প্রশিক্ষণ কেন্দ্র মসজিদে বহাল রাখেন। যখন ইচ্ছা তখন অন্যত্র স্থানান্তর করে নেন। এতে করে মসজিদের মুসল্লীরা বিভক্ত হয়ে পড়ায় মসজিদে অশান্তি ছড়িয়ে পড়েছে।
প্রতিবাদ সভা শেষে প্রতিবাদকারী এ বিষয়টি প্রতিকারের জন্য আহম্মদাবাদ ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা কারী আঃ রউপের কাছে সকল ইমামদের নিয়ে মতবিনিময়ের তারিখ চেয়ে আবেদন করেছেন।