ডেস্ক : সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি এ. কে. এম কামরুজ্জামানের সমন্বয়ে গঠিত র্যাব-৯ এর একটি দল এ পাইপগানটি উদ্ধার ও জব্দ করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দকৃত আলামত এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন রাখাইন।