স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে তুচ্ছ ঘটনায় নিরীহ পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় ৩জন মহিলা, ১জন কিশোরী ও ১জন যুবক আহত হয়েছেন।
রোববার ভোর-সকালে চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়আব্দা গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- উপজেলার বড়আব্দা গ্রামের মনছব উল্লাহর ছেলে ফুল মিয়ার নেতৃত্বে ফরস আলী, আহমদ আলী, বাচ্চু মিয়া, কাউছার মিয়া, জুয়েল, রাজু, নোমান, সাগর সহ একদল সন্ত্রাসী ওই অসহায় পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এসময় তারা রামদা, ফিকল, লাঠি, রড সহ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ওই নিরীহ মহিলাদের।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন- ওই গ্রামের মৃত সামছুল হকের স্ত্রী বেগম খাতুন (৪৫), আব্দুল আলীর মেয়ে শাহেদা খাতুন (১৪), আমিন আলীর স্ত্রী হেনা খাতুন (৪২), আব্দুস শহীদের স্ত্রী সিতারা খাতুন (৪০), মৃত আনফর উল্লাহর ছেলে আঃ আওয়াল (২৫)।
তাদের চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করতে চাইলে বাধা দেয় হামলাকারীরা। তারা আহতের গাড়ী আটকিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায়। এসময় গ্রামের মুরব্বিদের চাপে পড়ে বাধ্য হয়ে আহতের গাড়ী ছাড়ে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়- আহত পরিবারটি তাদের সীমানায় বাঁশ দিয়ে ভেড়া দেয়। এ ভেড়া জোরপূর্বক উপড়ে ফেলে ওই প্রভাবশালী ও লাঠিয়াল বাহিনী। প্রতিবাদ করতে যেয়ে হামলার স্বীকার হন তারা। জানা যায়- কিশোরী ও মহিলাদের বাড়িতে একা পেয়ে আতর্কিত এ হামলা চালায় তারা। এসময় দুষ্কৃতকারীরা ঘর-বাড়িও ভাংচুর করে।
এব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম বলেন- “আমারা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেব।”
এবিষয়ে আহতের পক্ষে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।