রায়হান আহমেদ : সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনার অন্যতম আসামী অর্জুন লস্করকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোর-রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকার দূর্বলপুর গ্রাম থেকে তাকে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়- রোববার ভোরে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার মনতলা ইউনিয়নের সীমান্তঘেষা দূর্বলপুর গ্রাম থেকে সিলেট এমসি কলেজের ধর্ষণ মামলার অন্যতম আসামী অর্জুন লস্করকে আটক করেছেন। তাদের সহযোগিতা করেন, মাধবপুর থানা-পুলিশ।
ধারণা করা হচ্ছে- অর্জুন লস্কর মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
পুলিশ জানায়- গ্রেফতারের পর সিলেট জেলা গোয়েন্দা পুলিশ আসামী অর্জুন লস্করকে সিলেট নিয়ে গেছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন- এএসপি (মাধবপুর সার্কেল) মো. নাজিম উদ্দিন।