মোস্তাক আহাম্মেদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহরের সরকারী বালিকা বিদ্যালয় এলাকা থেকে ইয়াবাসহ ফিরোজ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে হরিণাকুন্ডু থানা পুলিশ।
থানা পুলিশের একটি দল তাকে ২৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফিরোজ পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এসআই আলমগীর , এসআই হুমায়ন , এসআই জগদীশ চন্দ্র বসুসহ পুলিশের একটি দল শহরের সরকারী বালিকা বিদ্যালয় এলাকার মিল্টন মিয়ার বাড়ি থেকে তাকে আটক করে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, মাদক নির্মূলে বিশেষ অভিযান চলাকালীন তাকে ইয়াবাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দিয়ে সকালে কোর্টে প্রেরন করা হয়েছে।