রায়হান আহমেদ : “সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে”- এই শ্লোগানে হবিগঞ্জের চুনারুঘাটে তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, মিরাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ প্রমুখ।