মোস্তাক আহাম্মেদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর সালমা বেগম, হরিণাকু-ু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী তাহসিনা তাসনিম নিশাত প্রমূখ।
সভাশেষে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, টিফিন বক্স ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।