রায়হান আহমেদ : “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে উৎপাদনশীলতা দিবস-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, ব্যবস সেক্রেটারি সিদ্দিকুর রহমান মাসুদ প্রমুখ।
বক্তরা বলেন- “টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতার কোন বিকল্প নেই। উৎপাদনশীলতার সাথে জড়িত রয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকান্ডে নৈপুণ্য এবং প্রাতিষ্ঠানিক কার্যাবলীর গুণগত মান। এজন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধি করা আবশ্যক। এ লক্ষ্যে দেশের সকল সরকারি-বেসরকারি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। আশা করি, জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপনের মাধ্যমে সকলের নিকট উৎপাদনশীলতার গুরুত্ব যথাযথভাবে তুলে ধরা সম্ভব হবে।
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কিভাবে উৎপাদনের দিকে জোর দেয়া প্রয়োজন।”