চুনারুঘাট প্রতিনিধি : সারাদেশে চলমান ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে চুনারুঘাটে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে শিখা প্রজ্বলন বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট পরিবার’র ব্যানারে এই শিখা প্রজ্বলন, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সৃজনশীল মেধাবিকাশের সভাপতি সাইফুর রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- চুনারুঘাট পরিবারের শুভাকাঙ্ক্ষী হাফিজ তালুকদার, শামীম আহমেদ, শাহেদ আলী সাগর, গ্রুপ এডমিন নাহিদ উদ্দিন তারেক, তোফাজ্জল মিয়া, গ্রুপ এডমিন ও ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদ নেতা নাহিদ উদ্দিন তারেক, রাকিব আহমেদ তন্ময়, শুভাকাঙ্ক্ষী কাশেম সহ আরো অনেকেই।
বক্তারা বলেন- “চুনারুঘাট সহ দেশে চলমান ধর্ষণ ও সহিংসতা অতি মাত্রায় ধারণ করেছে৷ আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এইদেশ ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর সম্ভবত এত জঘন্যতম কান্ড একেবারে এত নির্মমভাবে খুব কমই ঘটেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”