শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার বহুল আলোচিত মহলুল সুনাম বস্তার বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলেন শায়েস্তাগঞ্জ থানার মহলুল সুনাম, বস্তার বাড়ির আনোয়ার আলির মেয়ে রানু বেগম ও হবিগঞ্জ জেলার নিজামপুর ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ রায়হান মিয়া। এসময় অপর সহযোগীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ জাকির হোসেন ও এসআই সামিউল বিশেষ অভিযান চালায়।
এসময় মহলুল সুনামের বস্তার বাড়ির একটি দোকান থেকে রানু বেগম ও রায়হান মিয়াকে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।