নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাটে মারামারির ঘটনার আপোষ মীমাংসা করার সময় মাদক চালানের ক্ষতিপূরণ দাবি করেছে রজব আলী (৩৫) নামের এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার বাগাডাইয়া গ্রামে।
জানা যায়, ২ অক্টোবর বুধবার দুপুর সাড়ে বারোটায় ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হকের উপর দুর্বৃত্ত হামলা চালায় একই গ্রামের মৃত খুরশিদ আলীর পুত্র রজব আলী (৩৫) তার ভাই মকছুদ আলী সহ আরো কয়েকজন। এতে আব্দুল হক আহত হয়। দুর্বৃত্তরা আব্দুল হকের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
আশপাশের লোকজন আহত অবস্থায় আব্দুল হককে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
ঘটনাটি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করলে ওইদিনই বেলা আড়াইটার দিকে চুনারুঘাট থানার এসআই এআই কে সম্রাট রজব আলীর বসতঘর তল্লাশি করে আব্দুল হকের মোটরসাইকেলটি উদ্ধার করেন।
এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান শাফু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বিষয়ে, আব্দুল হক বাদী হয়ে চারজনকে আসামি করে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ বিষয়টি তদন্তে আসলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশে নিষ্পত্তি করবেন বলে সময় চেয়ে নেন।
প্রেক্ষিতে, ৭ অক্টোবর বাদ আসর আব্দুল হকের বাড়িতে সালিশ বৈঠক বসে।
এ বৈঠকে উপস্থিত ছিলেন, ওই গ্রামের মুরুব্বী রমিজ মিয়া, জমির আলী, ফারুক মিয়া, কাশেম মিয়া, হারিচ মিয়া, হোসেন আলী, নূর মোহাম্মদ, রিপন মিয়া, হায়দার আলী, রিমু মিয়া সহ আরো অনেকেই।
সালিশে উপস্থিত একাধিক ব্যক্তি মারফত জানা যায়, সালিশে আব্দুল হককে আঘাত করায় উপস্থিত মুরুব্বিয়ানরা তার চিকিৎসা খরচ বাবদ পাঁচ হাজার টাকা রজব আলীকে দিতে বললে সে অসম্মতি জানায়। রজব আলী বলে আব্দুল হক তার ২৬ হাজার টাকার গাজার চালান পুলিশকে ধরিয়ে দিয়েছে। পাঁচহাজার বাদ দিলেও সে আরো ২১ হাজার টাকা পায়।
রজব আলীর কথা শুনে উপস্থিত মুরুব্বীরা ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন আমরা ঝগড়ার মীমাংসা করতে বসেছি। মাদকের বিচার করার এখতিয়ার আমাদের নেই।
পরে মুরুব্বীয়ানরা আব্দুল হকের কাছে রজব আলীর পূর্বের লেনদেনের নয় হাজার টাকা পাবনার ভিত্তিতে তার ৫ হাজার টাকা চিকিৎসা খরচ বাবদ বাদ দিয়ে বাকি চার হাজার টাকা আব্দুল হককে পরিশোধ করতে বললে আব্দুল হক তা না মানায় বিষয়টি আর সালিশে নিষ্পত্তি হয়নি।