নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তাদের আটক করা হয়।
সদর থানার এসআই রকিবুল হাসান, মির্জা মাহমুদুল করিম ও আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।
আটকরা হল উমেদনগর পশ্চিম হাটি গ্রামের নুরুল হকের পুত্র জিয়াউর রহমান (২০) ও একই গ্রামের কায়েস মিয়ার পুত্র রুবেল মিয়া (৩০) এবং সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র জাহাঙ্গীর আলম (২৫)। এ সময় জিয়া ও রুবেলের কাছ থেকে ১২০ পুতলা হেরোইন উদ্ধার করে। যার বাজার মূল্য অর্ধ লাখ টাকা।
অপরদিকে জাহাঙ্গীরের নিকট থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দেয়া হয়েছে।
সদর থানার ওসি ইয়াসিনুল হক জানান, ইয়াবা, গাঁজার পাশাপাশি হেরোইন আবারো ছড়িয়ে পড়ছে।