মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট : “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”- এ শ্লোগানে হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে চুনারুঘাট উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. আলী আশরাফ, চুনারুঘাট এলজিইডি প্রকৌশলী মিশুক কুমার দত্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের আহ্বায়ক প্রণয় পাল, পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, চুনারুঘাটের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর আলম রুবেল প্রমুখ।