চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ নাজমুল হককে বিদায়ী সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ এম. আলী আশরাফকে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার রাত ৯টায় চুনারুঘাট থানার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি নাজিম উদ্দিন। সভাপতিত্ব করেন- চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম।
এসআই জাহাঙ্গীর কবিরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- এসআই অলম বড়ুয়া, আবু বককার খান, শেখ আলী আজহার, সামিউল ইসলাম, রাজন দেব, ইকবাল কবির সম্রাট সহ থানার সকল ফোর্স।
সভা শেষে চুনারুঘাট থানার সদ্য বিদায়ী ওসি নাজমুল হককে সম্মাননা স্মারক ও নবাগত ওসি এম. আশরাফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় ওসি শেখ নাজমুল হকের বিদায়ে ফোর্সরা আবেগ আপ্লূত হয়ে পড়েন। মাদক ও চোরাকারবারিদের আতঙ্ক সদ্য বিদায়ী ওসি নাজমুল হকের ভূয়সী প্রশংসা করেন বক্তরা। পাশাপাশি নবাগত ওসি এম. আলী আশরাফও দুর্নীতিবাজ, দুষ্কৃতকারী ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই।