রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট থানা-পুলিশের সাঁড়াশি অভিযানে নারীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ২০জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আলী আশরাফের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়- মাদক, চুরি, নারী নির্যাতন সহ বিভিন্ন মামলার ২০জন আসামি বেশ কিছুদিন ধরে পলাতক ছিল। ওসি এম. আলী আশরাফের নির্দেশনায় ও নেতৃত্বে এসব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন থানা-পুলিশ।
রোববার দুপুরে আসামীদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম. আলী আশরাফ বলেন, “পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম স্যারের নির্দেশনায় আমরা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২০জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছি। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরো বলেন- “আমি চাই- সীমান্তবর্তী উপজেলা চুনারুঘাটকে মাদকমুক্ত করতে। মাদক, চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ নির্মূল করতে আমরা ইতোমধ্যে পদক্ষেপ হাতে নিয়েছি। আশা করি- চুনারুঘাটে মাদক থাকবে না।”