স্টাফ রিপোর্টার : কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য স্বীকৃত স্বরূপ শ্রেষ্ট কমিউনিটি পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার এসআই অলক
বড়ুয়া।
শনিবার সকালে হবিগঞ্জ পৌর টাউন হলে এক সভায় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্বাক্ষরিত সম্মাননা স্মারক ও সনদ তাদের হাতে তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরীসহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আবু তাহের
জানা যায়, এস আই অলক বড়ুয়া একজস সৎ ও দক্ষ পুলিশ অফিসার হিসেবে চুনারুঘাটে প্রায় দু’বছর ধরে কর্মরত আছেন। চট্টগ্রামের চন্দনাইশ থানার বাসিন্দা অলক বড়ুয়া ১৯৮৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন।
অলক বড়ুয়া বলেন- “এ ধরনের স্বীকৃতি নিঃসন্দেহে দায়িত্ব বাড়িয়ে দেয়। চেষ্টা করব আগামী দিনে আরো ভালো কিছু করতে। তিনি তার এ স্বীকৃতিতে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, চুনারুঘাট থানার ওসি এম আলী আশরাফ ও টিম চুনারুঘাটকে ধন্যবাদ জানান।”