1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটের চা-বাগানে মাদকমুক্ত পরিবারকে ক্রেস্ট প্রদান করলেন পুলিশ সুপার

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের আমু ও নালুয়া চা বাগানের ২১ টি মাদকমুক্ত পরিবারের মাঝে ক্রেস্ট প্রদান করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।

মঙ্গলবার বিকালে আমু চা বাগানের নাচঘরে চুনারুঘাট থানা আয়োজিত ‘মাদক বিরোধী সচেতনতামুলক বিট পূলিশিং সভা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রেস্ট প্রদান করেন তিনি।

এ সময় মাদক মুক্ত পরিবারের সন্তানদেরকে খাতা কলমও উপহার দেয়া হয়। আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানার ওসি এম. আলী আশরাফ, বাগান ব্যবস্থাপক জহিরুল ইসলাম, ওসি তদন্ত চম্পক দাম, সাব ইন্সপেক্টর কামাল ও সম্রাট সহ প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম বলেন- “চা বাগানেই বেশী পরিমাণ মাদক ব্যবহৃত হয়। এটা দেশের জন্যে, সমাজের জন্যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখকর নয়। মাদক থেকে নিজেকে রক্ষা করতে না পারলে একটি পরিবার ধ্বংস হয়ে যাবে। পরিবারে নেমে আসবে অশান্তি।”
তিনি বাগানের যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হবার আহ্বান জানান।

     এই ক্যাটাগরীর আরো খবর