প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ আব্দুল হাই-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।
২০ ফেব্রুয়ারি (শনিবার) এক শোকবার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিচারপতি মোঃ আব্দুল হাই বাংলাদেশ শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত আবারও ২ (দুই) বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন৷
তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের জজবাড়ীতে জন্ম গ্রহন করেন। বিচারপতি মোঃ আব্দুল হাই ১৯৮৬ হতে ১৯৯৪ সাল পর্যন্ত তিন জেলার জেলা ও দায়রা জজ ছিলেন। ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন। সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক এই বিচারপতির বড় ছেলে মোঃ আরিফুল হাই রাজিব বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও ছোট ছেলে ব্যারিস্টার ইমরানুল হাই সজিব সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন।
উল্লেখ্য, আজ শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন আব্দুল হাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।