1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

রাষ্ট্রীয় মর্যাদায় ও হাজারো মানুষের সমাগমে বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের দাফন সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় ও হাজারো মানুষের সমাগমে বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের নামাজে জানাযা এবং দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার বালিয়াড়ির নিজ বাড়ীতে উনার নামাজে জানাযা সম্পন্ন ও পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

রোববার দিবাগত রাতে ১২টা ৫০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন মেয়ে সন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ফিরোজ আহমেদ একাধারে ছিলেন- শক্তিশালী সংগঠক, ন্যায় বিচারক ও সজ্জন ব্যক্তি। তিনি চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা।

উনার মৃত্যুতে নিমিষেই চুনারুঘাটের রাজনীতি ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে পড়ে।

চুনারুঘাট সাংবাদিক ফোরাম ও জনমত নিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর