চুনারুঘাট প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ চুনারুঘাটে অনুষ্ঠিত হয়েছে। এতে নানা বয়সি মানুষ অংশগ্রহণ করেছেন।
ঢাকা ম্যারাথনে চমক হিসেবে ছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়বৃন্দরা অংশ গ্রহণ করেন ও প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে নেয়। গতকাল রবিবার বেলা ৩টায় উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথনের আয়োজন কর হয়। ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. প্লাবন পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, সমাজ সেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল দাস, অগ্রণী উঃ বিঃ প্রধান শিক্ষক প্রঙ্কজ নাহা, সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কাউন্সিলর আব্দুল হান্নান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি মাজেদুল ইসলাম লুবন, সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সহ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীলসমাজের প্রতিনিধিগণ।
৫ কিলোমিটার ম্যারাথনে উপজেলার মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৮ শতাধিক জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ২ ঘণ্টাব্যাপী এ ম্যারাথন শেষে ৩ জনকে সংবর্ধনাসূচক মেডেল এবং ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।