শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় একটি মার্কেটে আগুন লেগে ছয়টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি টাকার মালামাল।
রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে নতুন ব্রীজ এলাকার ইউনুছ মার্কেটে এঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে লাকী হোটেল এন্ড রেষ্টুরেন্ট, চা-স্টল, পাইপ স্টার টায়ার সেন্টার, নুরু মিয়া টায়ার সেন্টার, শাহজাহান ভেরাইটিজ স্টোর, লাল বানু চা-স্টল।
স্থানীয় সূত্র জানায়, সকালে লাকী হোটেলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। স্থানীয় লোকজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি দোকানের অবশিষ্ট আর কিছুই রইলনা।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি দোকান পুড়ে গেছে এবং প্রায় কোটি টাকার মালামাল আগুন থেকে উদ্ধার করা হয়েছে।