রায়হান আহমেদ : চুনারুঘাট থানা-পুলিশের এক রাতের অভিযানে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফের দিক নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাতে থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতারী পরোয়ানা মূলে ও একজনকে নিয়মিত মামলায় গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো- চুনারুঘাট উপজেলার ভাগারুক গ্রামের আঃ রহিমের ছেলে লিটন মিয়া, তাজুল মিয়া, ফজল মিয়া, বগাডুগি গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে দুলাল মিয়া, পাচঁগাতিয়া গ্রামের আঃ রউফের ছেলে আওয়াল মিয়া, ইকরতলী গ্রামের মাছুম আলীর ছেলে আক্তার হোসেন, শাহপুর গ্রামের জিতু মিয়ার স্ত্রী পারভীন আক্তার, জোয়ার মাগুরউন্ডার মৃত নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম, হোসেন আলীর ছেলে মৌলদ মিয়া ও নিয়মিত মামলার আসামী হলহুলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আলমগীর হোসেন।
পরে আসামিদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।