রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার নরপতি সাইয়েদ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ও হযরত নাছির উদ্দিন (রহঃ) শিশু নিকেতনের নিবাসীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উক্ত মাদ্রাসা মাঠে সিপাহসালার সাইয়েদ নাছির উদ্দিন (রহঃ) মিশনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
আলোচনা সভায় মিশনের সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- রেজিস্ট্রার কপিরাইটস, যুগ্ম সচিব জাফর রাজা চৌধুরী।
এডভোকেট মীর সিরাজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- একমি ল্যাবেরেটরিজ এর নির্বাহী পরিচালক ডাঃ সৈয়দ আবুল মোজাদ্দাদ মুস্তাফিজ বিল্লাহ, হেলিওস হোল্ডিংস কোম্পানির এমডি এমএ মালেক, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে উক্ত শিশু নিকেতন বা এতিমখানায় থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রনি সহ ২৭ জন শিক্ষার্থী এ সংবর্ধনা পেয়েছেন।