রায়হান আহমেদ : হবিগঞ্জে পত্রিকার হকারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের হলরুমে ৪৫ জন হকারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী প্রমুখ।
প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (কম্বল) পেয়ে হকাররা অত্যন্ত খুশি, জানিয়েছেন জেলা হকার্স কমিটির সভাপতি কামাল খান।