জনমত রিপোর্ট : ভারতে প্রাকৃতিক দুর্যোগে পাঁচ রাজ্যে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে । বুধবার (১৭ এপ্রিল) এক প্রকাশিত খবরে এ তথ্য জানিয়েছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। প্রবল বৃষ্টিপাতের ফলে দেশটির মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রে। এই চার রাজ্যে মৃতের সংখ্যা কমপক্ষে ৩৪। অন্যদিকে, দিল্লি ও বিহার থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
মধ্যপ্রদেশ : রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খাড়াগন জেলায় ঝড় বৃষ্টিতে কাঁচা বাড়ি নষ্ট হয়েছে। গ্রামগুলির মধ্যে
রয়েছে খাড়াগন, উপাদি, বাডা, প্রেমনগর, গোগাভান, ভইনান্দা। হাথোড থানার জামুদির সারোয়ার গ্রামে বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। অপর একজনকে
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য একটি জেলায় গত দুই দিনে বৃষ্টি ও বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ছটি গ্রামে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন
বলে খবর পাওয়া গিয়েছে। আহতদের খাড়াগন জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। বহু গাছ রাস্তায় পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
গুজরাট : ঝড় বৃষ্টিতে নয় জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মেহসানায় ৪ জন, বনসকান্ঠায় ২ জন, রাজকোট, মোরবি এবং সবরকান্ঠা থেকে একজন করে মৃত্যুর খবর পাওয়া
গিয়েছে। বেশিরভাগ জায় কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।
মহারাষ্ট্র : গত দুদিনে প্রবল বৃষ্টি ও বজ্রপাতে রাজ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নাসিক ও পুনেতে শিলাবৃষ্টি হয়েছে। ফলে চাষের প্রচুর ক্ষতি হয়েছে। সাতানা,
পারভানিতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। পুনে, আহমেদনগর, নাসিক থেকে একজন করে মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজস্থান : এই রাজ্য থেকে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টি ও ধুলোঝড়ে ঝালোয়ারে চারটি শিশুর মৃত্যু হয়েছে। হঠাৎ বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়। এই
রাজ্যের অনেক জায়গাতেই শিলা বৃষ্টি হয়। ফসলেরও প্রচুর ক্ষতি হয়েছে। আলোয়ার, চাকসু, আজমেড়, উদয়পুর থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।